• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রেল দুর্ঘটনায় ঝাউতলার গেটম্যান আটক

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ২৩:৪৪
রেল দুর্ঘটনায় গেটম্যান আটক
ফাইল ছবি

চট্টগ্রামের ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেন ও সিএনজি অটোরিক্সার সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুর্ঘটনার সময় ঝাউতলা রেল ক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যান আশরাফুল আলমগীরকে আটক করেছে পুলিশ।

রোববার(৫ ডিসেম্বর) রাতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শনিবার (৪ ডিসেম্বর) রাতেই ট্রেন-বাস-সিএনজির সংঘর্ষের ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলায় একমাত্র আসামি করা হয় বাস চালককে।

ওসি শাহিনুজ্জামান বলেন, এই ঘটনায় রেলওয়ে থানায় একটা মামলা হয়েছে। মামলায় আসামি না থাকলেও জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুল আলমগীরকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৪ ডিসেম্বর) সাড়ে ১০টায় নাজিরহাট থেকে চট্টগ্রাম রেলস্টেশনের দিকে আসছিল ডেমু ট্রেন। একটি বাস এসে অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রেনের দিকে ঠেলে দেয়। ফলে ট্রেনের নিচে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন। দুর্ঘটনায় আহত হন ৮ জন যাত্রী।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
X
Fresh