• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

মেম্বারকে ভোট না দেওয়ায় জুতাপেটা

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ২৩:১৩
মেম্বারকে ভোট না দেওয়ায় জুতাপেটা
ফাইল ছবি

সিলেটের বালাগঞ্জ উপজেলায় ভোট না দেওয়ায় একে একজনকে জনসম্মুখে জুতাপেটার অভিযোগ উঠেছে এক পরাজিত মেম্বার প্রার্থীর বিরুদ্ধে।

রোববার (৫ ডিসেম্বর) আক্রান্ত ভোটার বালাগঞ্জের সোনাপুর গ্রামের ইয়াছিন মিয়া এ ঘটনায় আদালতে মামলা করেছেন।

অভিযোগে বলা হয়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নশর মিয়া। নির্বাচনে তাকে ভোট না দেওয়ায় গত ১৩ নভেম্বর রাতে সোনাপুর গ্রামের কামাল মিয়ার বাড়িতে ইয়াছিনসহ কয়েকজন ভোটারকে ডেকে নেওয়া হয়। এ সময় পরাজিত মেম্বার ও তার সহযোগীরা জনসম্মুখে ইয়াছিনসহ কয়েকজন ভোটারকে জুতাপেটা ও জুতার মালা গলায় পরিয়ে লাঞ্ছিত করেন। তারা ইয়াছিনের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং তা দিতে ব্যর্থ হলে গ্রামছাড়া করার হুমকি দেন।

এ বিষয়ে নশর মিয়া অভিযোগ অস্বীকার করে জানান, অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। ভোটে তার প্রতিদ্বন্দ্বী তজমুল হোসেন জনি তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

ভুক্তভোগী ইয়াছিন জানান, এ ঘটনার বিচার চেয়ে রোববার (৫ ডিসেম্বর) সিলেট সিনিয়র চিফ জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করেছি।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
ঋণখেলাপি ধরতে প্রার্থীদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক
মালদ্বীপে প্রেসিডেন্ট মুইজ্জুর দল পিএনসির বড় জয়
ভোটের প্রচারে দেব, ভেঙে পড়ল মঞ্চ
X
Fresh