• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বিকাশকর্মীকে পি‌টি‌য়ে ৩ লাখ টাকা ছিনতাই

মাদারীপু‌র প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ২০:৩১
বিকাশকর্মীকে পি‌টি‌য়ে ৩ লাখ টাকা ছিনতাই
ফাইল ছবি

মাদারীপু‌রের শিবচ‌র উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নে এক বিকাশকর্মী‌র প্রায় ৩ লাখ টাকা ছিনতাই ক‌রে নি‌য়ে গে‌ছে ছিনতাইকারীরা।

রোববার (৫ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে ওই ইউনিয়নের সিঙ্গাপুর মোড় এলাকার জোড়া ব্রিজে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তি শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা এলাকার কুদ্দুস বেপারীর ছেলে মাহাবুবুর রহমান (২৭)।

পু‌লিশ সূ‌ত্রে জানা যায়, রোববার (৫ ডিসেম্বর) দুপু‌রে মাহাবুবুর রহমান শিবচর থে‌কে সিঙ্গাপুর মোড় এলাকায় যা‌চ্ছিলেন। প‌থে সিঙ্গাপুর মোড়ের কিছু দূ‌রে জোড়া ব্রীজ এলাকায় গেলে ছিনতাইকারীরা তার পথ‌রোধ ক‌রে। পরে তাকে পি‌টি‌য়ে গুরুতর আহত ক‌রে। এ সময় তার হা‌তে থাকা টাকার ব‌্যাগ কে‌ড়ে নি‌য়ে মোটরসাই‌কেল‌যোগে পা‌লি‌য়ে যায় ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্বার করে শিবচর উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে।

আহত মাহাবুবুর রহমান জানান, রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সিঙ্গাপুর এলাকায় গেলে কয়েকজন আমার গতিরোধ করে। এ সময় আমাকে মারধর শুরু করে। তখন আরও ২ থেকে ৩ জন এসে আমার হাতে থাকা ব্যাগ কেড়ে নিয়ে দ্রুত চলে যায়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন জানান, এ সংবাদ পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হয়। আহত বিকাশকর্মী‌কে শিবচর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝালকাঠিতে নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা
পাকিস্তানে রোজার মাসে ছিনতাই-ডাকাতির ঘটনায় ১৯ মৃত্যু
‘আর্মড-গার্ড থাকলে জাহাজ ছিনতাইয়ের ঘটনা ঘটত না’
শ্রীপুরে ব্যবসায়ীকে দুর্বৃত্তদের গুলি, ৩ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা
X
Fresh