• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নৌকার প্রার্থীর বিরুদ্ধে কেউ অবস্থান নিলে সাংগঠনিক ব্যবস্থা

গোপালগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২১, ১৪:৫২
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের
বক্তব্য দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, ছবি : প্রতিনিধি

নৌকার প্রার্থীর বিরুদ্ধে কোন নেতা অবস্থান নিলে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রোববার (৫ ডিসেম্বর) সকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, এখনও কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিপক্ষে দলীয় কিছু নেতৃবৃন্দ অবস্থান নিয়েছেন। আগামীকাল সোমবার (৬ডিসেম্বর) এর মধ্যে এ সকল নেতৃবৃন্দ তাদের অবস্থান থেকে ফিরে না এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল বক্তব্য রাখেন।

এ সময় সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সহধর্মিণী অ্যাডভোকেট রাশিদা পারভীন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম হুমায়ুন কবির, মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুজ্জামান খান মিলন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক রুহুল আমিন লিটু, উপজেলা মহিলা লীগের সভানেত্রী রাফেজা বেগম, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবলু হাজরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, আমাকে জড়িয়ে কলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চারু চন্দ্র গাইন ও সাধারণ সম্পাদক সুশীল কুমার বৈদ্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খানের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে কয়েকটি পত্রিকায় সংবাদ ছাপা হয়েছে। উক্ত লিখিত অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাত ৮টার পর মার্কেট-দোকান বন্ধে মাইকিং, না মানলে ব্যবস্থা
কেন্দ্রে ভোট দিতেন না উত্তম কুমার, মহানায়কের জন্য ছিল যে ব্যবস্থা
‘পেনশন ব্যবস্থায় যুক্ত হলে শেষ বয়সে দুশ্চিন্তায় থাকতে হবে না’
সামাজিকমাধ্যমে গুজব প্রতিহতে ব্যবস্থার নির্দেশ
X
Fresh