• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

আওয়ামী লীগের সমাবেশে মোবাইল হারালেন নেতাকর্মীরা

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২১, ১০:৩২
আওয়ামী লীগের সমাবেশে মোবাইল হারালেন নেতা-কর্মীরা
সমাবেশ ও র‍্যালি

বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নিতে এসে প্রায় ৫০ জন নেতা-কর্মী মোবাইল হারানোর অভিযোগ করেছেন। এদের মধ্যে প্রায় ২০ জন থানায় সাধারণ ডায়েরি করেন।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুম্মান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল থেকে রাত সোয়া ১১টা পর্যন্ত বরিশাল কোতোয়ালি মডেল থানায় জিডিগুলো করা হয়।

জানা গেছে, শান্তিচুক্তির ২৪ বছর পূর্তি উপলক্ষে নগর ভবনের সামনে সমাবেশ ও র‍্যালি আয়োজন করে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ সময় জেলার হাজার খানেক নেতা-কর্মী অংশ নেয়। র‍্যালি শেষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল থেকে নেতা-কর্মীরা ফেসবুকে মোবাইল হারানোর স্ট্যাটাস দিতে থাকেন।

এদিকে র‍্যালির সময় নগর ভবনের সামনে থাকা পুলিশ সদস্যরা জানান, প্রায় ৫০ জন তাদের কাছে এসে মোবাইল হারানোর অভিযোগ করেছেন।

থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন জানান, সিম ও মোবাইলের আইইএমআই নম্বর দিয়ে ফোন খোঁজার চেষ্টা চলছে।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রুম্মান হোসেন বলেন, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত থানায় ২০টি মোবাইল হারানোর জিডি হয়েছে। সবাই মোবাইল হারানোর স্থান সমাবেশ ও র‍্যালি যেখানে হয়েছে সেখানে বলেছেন।

জিএম

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আহত আ.লীগ নেতাকে চিকিৎসা দিতে দেরি করায় ডাক্তারকে মারধর
হিটলারের চেয়েও ভয়ংকর নেতানিয়াহু : কাদের
ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে যা বললেন রিজভী
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
X
Fresh