• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২১, ২২:৫৫
স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

জন্ম নিবন্ধনের কাগজ দেওয়ার কথা বলে ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রীকে (১৫) এক বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে পৌরসভার নির্বাচিত কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করা হয়। এহসানুল হক উপজেলার চড়পাড়া গ্রামের আ. হাই এর ছেলে।

অভিযোগে জানা যায়, বাবা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করে। মা ওমান প্রবাসী। তাই ওই ছাত্রী ফুলপুর পৌর এলাকার চড়পাড়া গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করে। সে গ্রামাউস মডেল একাডেমির ৮ম শ্রেণির ছাত্রী।
গত ২১ নভেম্বর সকালে ঐ ছাত্রী মামীকে নিয়ে নিজের জন্ম নিবন্ধনের ভুল ঠিক করতে ফুলপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে ১নং ওয়ার্ডের কাউন্সিলর এহসানুল হকের সাথে দেখা করেন। তখন জন্ম নিবন্ধনের কাগজ বাসায় আছে বলে এহসানুল হক ছাত্রীকে মোটরসাইকেলে উঠতে বলে। সরল বিশ্বাসে ঐ ছাত্রী মোটরসাইকেলে উঠলে কাউন্সিলর তাকে গোদারিয়া গ্রামের জনৈক সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে কু-প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় কাউন্সিলর এহসানুল হক জন্ম নিবন্ধনের জন্য আসা ছাত্রীটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়।

তখন ছাত্রীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন আসলে এহসানুল হক দ্রুত পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে পৌর কাউন্সিলর এহসানুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(৪) (খ) ধারায় মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এমএন

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফরিদপুরে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
শিশু হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড 
বৈশাখের সকালে ময়মনসিংহে ঘন কুয়াশা
X
Fresh