• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সুনামগঞ্জে আগুনে পুড়ে ৯ কৃষকের সবকিছু ছাই

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ২৩:৩৭
সুনামগঞ্জে আগুনে পুড়ে ৯ কৃষকের সবকিছু ছাই

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের বড়দল নতুন হাটি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৭টি ঘর ও ২টি ধানের গোলা-ঘরসহ আগুনে পুড়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো, সিরাজুল ইসলাম, ছরুয়ার হোসেন, শফিউল ইসলাম, আল আমিন, নুরুল আবেদীন, নুরুল আমিন, আবু বক্কর, কিবরিয়া মিয়া, আলী নুর। ক্ষতিগ্রস্তরা মাটিয়ান হাওরপাড়ের কৃষক পরিবার বলে জানা গেছে।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নতুন হাটি গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ৫ জন আহত হয়েছে। আগুন নেভাতে এসে মাহারজুল মিয়া নামের একজন আহত হয়েছেন। আহত মাহারজুলকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। খবর পেয়ে বিশ্বম্ভরপুর উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিলন মিয়া জানান, বড়দল নতুন হাটি গ্রামে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। মুহূর্তেই আগুন ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষজন দ্রুত আগুন নেভাতে এগিয়ে আসলেও ৬টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ২টি ঘরে রাখা অন্তত ৫ শ’ মন ধান পুড়ে যায়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কবির বলেন, আজ সকালে বরদল নতুন হাটিতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে। ক্ষতি যথাযথভাবে নিরূপণ করে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
X
Fresh