• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যুবদল-ছাত্রদলের মশাল মিছিল পণ্ড, গ্রেপ্তার ৬

বগুড়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২১, ২৩:০৫
যুবদল-ছাত্রদলের মশাল মিছিল পণ্ড, গ্ৰেপ্তার ৬

বগুড়ার শেরপুরে জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদলের মশাল মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এ সময় ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা শহরের কলেজরোড এলাকা থেকে একটি মশাল মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছামাত্রই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশি বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা চালায়। পরে পুলিশ তাদের ধাওয়া দিলে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় যুবদল ও ছাত্রদলের ছয়জন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ প্রসঙ্গে বলেন, কোনো প্রকার অনুমতি ছাড়াই রাতের বেলায় শহরে হঠাৎ একটি মশাল মিছিল বের করা হয়। খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিলটি পণ্ড করে দেন। একই সঙ্গে ছয়জনকে আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুবদল নেতা হত্যা মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
ছাত্রদলকর্মী নিহতের ঘটনায় ৭ আসামি আটক
রাজধানীতে ছাত্রদলের মিছিল
জাবিতে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৭
X
Fresh