• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১৮:৩৯
নির্বাচনী সহিংসতায় নিহতের ঘটনায় মামলা
ফাইল ছবি

নরসিংদীর রায়পুরায় নির্বাচনী সহিংসতায় দুজন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। গতকাল রোববার (২৮ নভেম্বর) দিবাগত রাতে চান্দেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার বাদী হয়ে রায়পুরা থানায় মামলা করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান।

গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর ফরিদ মিয়ার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উত্তর বাখরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। অন্যদিকে চান্দেরকান্দি ইউনিয়নে আরিফ মিয়া (২৪) নামে এক সিএনজিচালক নিহত হয়েছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান আরটিভি নিউজকে জানিয়েছেন, চান্দেরকান্দির ঘটনায় পুলিশের গুলিতে মারা গেছে কি না তা নিশ্চিত নই। কিন্তু উত্তর বাখরনগরের ঘটনায় ফরিদ মিয়া পুলিশের গুলিতেই নিহত হয়েছে বলে প্রাথমিক ধারণা করছি।

স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, উত্তরবাখর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগণনার সময় ভোট কমবেশি পাওয়া নিয়ে ৫ নং ওয়ার্ডের মেম্বার পদে দুই প্রতিদ্বন্দ্বী সোহাগ মিয়া ও পন্ডিত মেম্বারের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় সংঘর্ষে আহত একজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়েছে। আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় আরও দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান আরও বলেন , মোট দুজন নিহত হয়েছে। ব্যালট বাক্স রক্ষা, জানমালের নিরাপত্তা পুলিশ সর্টগান দিয়ে গুলি ছোড়ে। রাতে প্রিসাইডিং অফিসার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেন।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো দুর্যোগে পুলিশ জনগণের পাশে রয়েছে: ডিএমপি কমিশনার
হারিয়ে যাওয়া বৃদ্ধা মাকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
X
Fresh