• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

যেসব দাবিতে সড়কে শিক্ষার্থীরা

চট্টগ্রাম সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১৭:১৯
যেসব দাবিতে সড়কে শিক্ষার্থীরা
সড়কে শিক্ষার্থীরা

চট্টগ্রামের ওয়াসার মোড়ে নয় দফা দাবি নিয়ে বিভিন্ন স্কুল ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে। দাবি আদায় না হওয়ায় সোমবার (২৯ নভেম্বর) ফের আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

এ সময় নগরের ওয়াসার মোড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে নয় দফা দাবি প্ল্যাকার্ডে লিখে শিক্ষার্থীরা স্লোগান দেয়। একইসঙ্গে আন্দোলনে নটরডেমের শিক্ষার্থী নিহত নাঈম হত্যার বিচার চায় শিক্ষার্থীরা।

যে নয় দফা দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা:

১. দ্রুত বিচার ট্রাইবুনালে শিক্ষার্থীসহ সকল সড়ক হত্যার বিচার করতে হবে এবং পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

২. ঢাকাসহ সারাদেশের গণপরিবহনে (সড়ক, নৌ, রেল) শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৩. গণপরিবহনে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জনসাধারণের চলাচলের জন্য ফুটপাত, ফুটওভার ব্রিজে নিরাপত্তা ব্যবস্থা দ্রুততম সময়ে নিশ্চিত করতে হবে।

৪. সড়ক দুর্ঘটনায় আহত সকল যাত্রী এবং পরিবহন শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

৫. পরিকল্পিত বাস স্টপেজ ও পার্কিং নির্মাণের ব্যবহার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে।

৬. দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ তদন্ত সাপেক্ষে সড়ক দুর্ঘটনায় নিহতের দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা মহলকে নিতে হবে।

৭. বৈধ ও অবৈধ যানবাহন চালকদের প্রশিক্ষণের মাধ্যমে বৈধতার আওতায় আনতে হবে এবং বিআরটিএর সকল কর্মকাণ্ডের ওপর নজরদারি রাখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

৮. আধুনিক বাংলাদেশ বিনির্মানে ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থা অবিলম্বে সয়ংক্রিয়, আধুনিকায়ন ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে হবে।

৯. ট্রাফিক আইনের প্রতি জনসচেতনতা নিশ্চিত করতে একে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে হবে এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে সচেতনতা মূলক অনুষ্ঠান সম্প্রচার করতে হবে।

এদিকে গত ২৫ নভেম্বর থেকে চলমান আন্দোলন মাঝে দুইদিন বন্ধ ছিল।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
X
Fresh