• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নির্বাচনের পরদিন পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১৫:৪২
নির্বাচনের পর দিন পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পরদিন মারা গেছেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব (৩৫)।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে তিনি হঠাৎ করে মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান।

হাবিবুর রহমান হাবিব জেলার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গাবাউতা গ্রামের আবদুল মতিনের ছেলে এবং স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এ এস এম তানজিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাবিবুর রহমান হাবিবকে দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার আগেই তিনি মারা যান।

এদিকে জানা গেছে, হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীক নিয়ে ৩ হাজার ৩০০ ভোট পেয়ে পরাজিত হন। এ ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকে ৫ হাজার ৯২১ ভোট পেয়ে বিজয়ী হন স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী ইয়াকুব আলী তালুকদার এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শফিকুল ইসলাম পান ৫ হাজার ৭৬৬ ভোট।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh