• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

যে পৌরসভায় সবকটি কেন্দ্রে হেরেছে নৌকা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ১৪:৫০
যে পৌরসভায় সবকটি কেন্দ্রে হেরেছে নৌকা

ঘাটাইল পৌর নির্বাচনে ১০টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রে হেরেছে নৌকা। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান খান চারজন প্রার্থীর মধ্যে তৃতীয় হয়েছেন। এ পৌরসভায় নারিকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা সোহাগ হোসেন বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, ঘাটাইল পৌরসভায় প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ হাজার ৬০৮ ভোট পেয়ে আবদুর রশিদ মিয়া মেয়র নির্বাচিত হয়েছেন। আর জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুঞ্জুরুল হক মঞ্জু ৪ হাজার ৩২৮ ভোট পেয়ে দ্বিতীয় স্থান ও আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র শহীদুজ্জামান খান ৪ হাজার ৩২৩ ভোট পেয়ে তৃতীয় স্থান অর্জন করেন।

এদিকে জাকের পার্টির শরীফুল ইসলাম গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট। নৌকা প্রার্থীর চেয়ে এই পৌরসভায় নির্বাচিত প্রার্থী ২ হাজার ২৮৫ ভোট বেশি পেয়েছেন।

এদিকে নির্বাচনে নৌকার ভরাডুবিকে আওয়ামী লীগের দলীয় কোন্দল হিসেবে দেখছেন দলীয় নেতাকর্মীরা। নির্বাচনে মেয়রসহ বিজয়ী কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শহীদুজ্জামান খান।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh