• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দৌলতপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘের্ষে আহত ৩৫

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৬ মে ২০১৭, ১৩:২০

কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। তাদের দৌলতপুর হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সকাল ৭ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী লীগ নেতা প্রাগপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবুল কালাম এবং একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য স্থানীয় আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন ও ফড়ং সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ৭ টার দিকে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষ চলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ ৮ জনকে আটক করেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা দারা খান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা ও রাবার বুলেট গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh