• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনী সহিংসতায় তীরবিদ্ধ যুবক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ২৩:৫৫
নির্বাচনী সহিংসতায় তীরবিদ্ধ যুবক
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছামিরুল (২২) নামে এক যুবক কপালে তীরবিদ্ধ হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) ভোটগ্রহণের শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে ওই ইউনিয়নের ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আহত ছামিরুলকে আশঙ্কাজনক অবস্বায় নরসিংদীর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি ইমামনগর গ্রামের হাছান মিয়ার ছেলে।

বাঞ্ছারমপুর থানার ওসি রাজু আহমেদ আরটিভি নিউজকে জানিয়েছেন, ভোট শেষে কেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ তীরবিদ্ধ হয়েছেন কি না জানা নেই।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল চুন্টা ইউনিয়নে ৪নং ওয়ার্ডে দুই মেম্বার প্রার্থী সমর্করা সংঘর্ষে ৫ জন আহত হয়।

এমআই /এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পরিচয়ে ৩৬ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্র, একদিন পর মরদেহ উদ্ধার
পুরস্কার পাচ্ছেন কাঁধে করে ডাকাত তুলে আনা সেই এএসআই
ডাকাত ধরে কাঁধে করে নিয়ে এলেন এএসআই
X
Fresh