• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বন্য হাতির বিরুদ্ধে থানায় জিডি

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৮ নভেম্বর ২০২১, ১৯:০১
বন্য হাতির বিরুদ্ধে থানায় জিডি
ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ফসলি ধানের ক্ষতি সাধন করায় হাতির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নিপুল কুমার সেন নামের এক কৃষক। গতকাল শনিবার (২৭ নভেম্বর) বিকেলে বোয়ালখালী থানায় বন্য হাতির বিরুদ্ধে থানায় জিডি করা হয়।

রোববার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) যতিন্দ্র ত্রিপুরা আরটিভি নিউজকে বলেন, উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের কৃষক নিপুল কুমার সেন তার ফসলের ক্ষতি সাধন করায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয়রা আরটিভি নিউজকে জানিয়েছেন, ফসলের মৌসুমে প্রায়ই পাহাড় থেকে বন্য হাতি নেমে লোকালয়ে ফসলের ক্ষয়ক্ষতি করছে। গত মঙ্গলবার ভোরে এলাকার কৃষক নিপুল কুমারের গোলা ভেঙে ধান খেয়ে যায় হাতি।

পরে এলাকার লোকজন এসে হাতিগুলোকে তাড়িয়ে দেন। প্রায় সময় বিভিন্ন গরিব মানুষের ধান খেয়ে চলে যায়।
কৃষক নিপুল কুমার সেন আরটিভি নিউজকে জানিয়েছেন, মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে ৩টি বন্য হাতি তার বাড়ির ধানের গোলা ভেঙে প্রায় ১৫০ দেড় টন) ধান খেয়ে ফেলে। এ ধানের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
X
Fresh