Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২, ৪ মাঘ ১৪২৮
discover

‘গত নির্বাচনডা আধাঘণ্টায় শেষ করছি, এবার লাগবো ৫ মিনিট’ (ভিডিও)

শেরপুরের নকলা উপজেলার ৩ নম্বর উরফা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম হীরার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘গত নির্বাচনডাও আপনারা দেখছেন। আধাঘণ্টার মধ্যেই সব শেষ কইরা দিছি। এইবার মাত্র পাঁচ মিনিট সময় লাগবো। মাত্র পাঁচ মিনিটে সব শেষ কইরা দিমু।’

গত মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে উরফা ইউনিয়নের মারমাইসা দাখিল মাদরাসায় এক জনসভায় তিনি ওই বক্তব্য দেন।

সেসময় তিনি আরও বলেন, ‘আমার নির্বাচনী এলাকা ২ নম্বর ওয়ার্ডের লোকদের সবাইকে আমি চিনি। কে কী করতাছেন এইডাও জানি। সেই তালিকাও আমার কাছে আছে। যারা যেভাবেই অতি উৎসাহী হয়ে লাফালাফি করতাছেন, নির্বাচনে জয়লাভের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে রেজাউল করিম হীরার ছেলে সিয়াম ইমতিয়াজ পিছলাকুড়ি গ্রামে বাবার পক্ষে নির্বাচনী এক সভায় হুঙ্কার দিয়ে বলেন, ‘যদি রেজাউল করিম হীরার বিরুদ্ধে এই পিছলাকুড়ি গ্রামের লোকজন নির্বাচন করেন। তবে এই পিছলাকুড়ি গ্রাম থেকে বাড়িঘর অন্যত্র সরিয়ে নিতে হবে। সামনের পাঁচ বছর যদি এই গ্রামে থাকতে চান। তবে নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়া থাকতে হবে। ভোট না দিলে এই পিছলাকুড়ি গ্রামের বাইরে কেউ একপাও ফেলতে পারবেন না।’

এ বিষয়ে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম হীরা বলেন, তাদের বক্তব্যগুলো এডিট করা হয়েছে।

এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা শানিউজ্জামান জানান, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধপরিকর।

উল্লেখ্য, আজ রোববার (২৮ নভেম্বর) শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএস/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS