• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভোটের আগে নারী প্রার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া

  ২৮ নভেম্বর ২০২১, ০৮:৪৭
ভোটের আগে নারী প্রার্থীর মৃত্যু
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী ফিরোজা খাতুন (৫০) শনিবার রাতে মারা মারা গেছেন। তিনি বক প্রতীক নিয়ে দৌলতপুর ইউনিয়নের ১, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিন।

ফিরোজা খাতুন দৌলতপুর ইউনিয়নের গপিনাথপুর গ্রামের তোফান উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, শনিবারও নির্বাচনের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ফিরোজা খাতুন ৷ বিকেলের দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু তিনি বাড়িতে ফিরে যান। পরে রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে ফের হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার গোলাম আজম গণমাধ্যমকে বলেন, ফিরোজা খাতুনের মৃত্যুতে সংরক্ষিত ওই পদে নির্বাচন অনুষ্ঠানে আইনত কোনো বাধা নেই। আরও তিনজন প্রার্থী থাকায় যথানিয়মে ওই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএস/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh