Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২১, ১২:২০
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২:৪২

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ ১ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদনান টাওয়ারে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মামুন (২৭) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিদ্ধিরগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক মামুন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে পারভেজের শরীরের ১০০ শতাংশ ও জীবনের ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানান চিকিৎসক। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ আদনান টাওয়ারে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মামুন (২৭), জীবন (২০) এবং পারভেজ (২৮) নামে তিনজন দগ্ধ হয়েছেন।

তাদের উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

এমএন/টিআই

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS