• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২১, ০৮:৪৫
ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জনপদ
ঘন কুয়াশা

দিনাজপুর জেলা হিমালয়ের কাছে হওয়ায় হিলিসহ পাশের জেলা-উপজেলাতে শীতের প্রকোপ আগেই চলে আসে। এবারও তার ব্যতিক্রম হয়নি। দিন দিন বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা ও ঘন কুয়াশা। কোনো কোনো দিন সূর্যের দেখা মিলে না দুপুর পর্যন্ত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা থাকছে।

এদিকে ঘন কুয়াশার কারণে সকালেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। কুয়াশার কারণে যাত্রীও কম হচ্ছে বাসগুলোতে। নিম্ন আয়ের লোকেরা শীতের কারণে সকালে বাড়ির বাইরে যেতে পারছে না। ফলে সাধারণ কাজ-কর্ম ব্যাহত হচ্ছে।

দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৮ শতাংশ।

অন্যদিকে, শীত বাড়তে শুরু করায় দিনাজপুরে হিলিসহ আশেপাশের বাজারগুলোতে গরম কাপড়ের দোকানগুলোতে কেনা-বেচা বেড়েছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
যে কারণে গরম আর শীত বেশি চুয়াডাঙ্গায়
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
X
Fresh