• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

প্রতিমা ভাঙচুর, যুবক আটক

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৬ নভেম্বর ২০২১, ০৮:২৮
প্রতিমা ভাঙচুর, যুবক আটক
প্রতিমা ভাঙচুর

রাজবাড়ী সদর উপজেলার হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরের প্রতিমা ভাঙার সময় নাসির সর্দার নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। তবে পুলিশের দাবি, সে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি ও এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।

আটক নাসির সর্দার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা গ্রামের খালেক সর্দারের ছেলে।

গতকাল বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরে এ ঘটনা ঘটে।

খানগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আতাহার হোসেন তকদীর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর দিঘিরচালা কালি মন্দিরটি তালাবদ্ধ থাকলেও ওই যুবক গ্রিলের মধ্যে একটি বাঁশ দিয়ে মন্দিরের ভিতরে থাকা কালি প্রতিমা ও প্রতিমার সঙ্গে থাকা সাপের অংশ ভাঙতে থাকে।

তিনি আরও জানান, পরে ঘটনাটি স্থানীয়রা দেখে ফেললে যুবক নাসির সর্দার পালানোর চেষ্টা করে। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। ওই যুবক মানসিক ভারসাম্যহীন। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সেই সাথে সে যে মানসিক ভারসাম্যহীন তার কাগজপত্র নিয়ে পরিবারের সদস্যরা এসেছে।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
রাজধানীতে যুবকের মৃত্যু, চিকিৎসকের ধারণা হিট স্ট্রোক
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
X
Fresh