• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পৌর মেয়রের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 

রাজশাহী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ২৩:৩০
পৌর মেয়রের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 
পৌর মেয়রের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করায় কাটাখালী পৌর মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কুমাড়পাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে সমাবেশে মিলিত হয়।

সমাবশে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির অনুভূতি ও আবেগের জায়গা। তাকে নিয়ে কটূক্তি ও অশোভন মন্তব্য করা রাষ্ট্রদ্রোহিতার শামিল।

অবশ্যই তাকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি পৌর মেয়র আব্বাসকে আওয়ামী লীগের সব ধরনের পদ থেকে বহিষ্কার এবং পৌর মেয়র পদ থেকে তাকে অপসারণের দাবি জানানো হয় ওই প্রতিবাদ সমাবেশ থেকে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বঙ্গবন্ধু বাঙালি জাতির প্রেরণার উৎস’
‘অকৃতজ্ঞরা ভুলে যায় জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিল আওয়ামী লীগ’
‘দেশকে ভালোবাসতে হলে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে’ 
রাবিতে জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটির যাত্রা শুরু
X
Fresh