• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

এসএসসি শিক্ষার্থী তপু হত্যা, দুই আসামির আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ২২:৪১
এসএসসি শিক্ষার্থী তপু হত্যা, দুই আসামির আত্মসমর্পন
ফাইল ছবি

চুয়াডাঙ্গায় আলোচিত এসএসসি পরীক্ষার্থী তন্ময় আহমেদ তপু হত্যা মামলার এজহারনামীয় প্রধান আসামি শিহাব আলী ও মামলার ২নং আসামি ইমন হোসেন আদালতে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে আত্মসমর্পণ করে তারা। তাদের বয়স বিবেচনায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালতের বিচারক মুসরাত জেরিন। এর আগে তাদের জামিন আবেদন নামঞ্জুর করা হয়।

চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক কে এম জাহাঙ্গীর কবীর আরটিভি নিউজকে জানিয়েছেন, বিকেলে তপু হত্যা মালার প্রধান আসামি শিহাব আলী ও মামলার ২নং আসামি ইমন হোসেন আদালতে আত্মসমর্পণ করেন। একইসঙ্গে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালতের বিচারক তাদের জামিন নামঞ্জুর করেন। বয়স কম হওয়ায় তাদের যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত। আগামীকাল তাদের সেখানে পাঠানো হবে। ওই মামলার অন্যতম আসামি রুপম হোসেন গত ২৩ নভেম্বর মঙ্গলবার দুপুরে আত্মসমর্পণ করলে তাকেও যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।

উল্লেখ্য, গত ৭ নভেম্বর রোববার দুপুরে চুয়াডাঙ্গা শহরের গুলশানপাড়ায় আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের মধ্যে প্রেম-সংক্রান্ত বিরোধের জেরে তন্ময় আহমেদ তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মাসুদুর রহমান বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা রেকর্ড ৪২.২
আগামী বছর এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘণ্টার 
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪০ দশমিক ৬ ডিগ্রি
X
Fresh