• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, কৃষক লীগ নেতা গ্রেপ্তার 

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ২০:৪৪
ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, কৃষক লীগ নেতা গ্রেপ্তার 
ফাইল ছবি

জামালপুরে ধর্ষণের শিকার এক তরুণীর সন্তান প্রসবের পর কৃষক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান প্রসব করেন ওই তরুণী (১৮)। এ ঘটনায় ওইদিন রাতে বকশীগঞ্জ থানা পুলিশ মেরুরচর এলাকা থেকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দেলোয়ার হোসেন দুলুকে (৫০) আটক করে। দুলু সাধুরপাড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও আচ্চাকান্দি গ্রামের জহরুল হকের ছেলে।

নির্যাতনের শিকার তরুণীর স্বজনরা আরটিভি নিউজকে জানিয়েছেন, পারিবারিক সম্পর্ক থাকায় ওই তরুণীর বাড়িতে দুলুর যাতায়াত ছিল। এ সুযোগে বিয়ের কথা দিয়ে সম্পর্ক গড়ে তোলে দুলু। একপর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। দুলু একাধিকবার হাসপাতালে নিয়ে গর্ভপাত করানোর চেষ্টাও করেন। তবে লোক লজ্জার ভয়ে বাড়ি থেকে বের হয়নি ওই তরুণী। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কন্যাসন্তান প্রসব করেন তিনি।

কন্যাসন্তান জন্ম দেওয়ার ঘটনা প্রকাশ হলে থানা পুলিশের দ্বারস্থ হন ভিকটিমের পরিবার। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় ওই রাতেই ভিকটিমের মা বাদী হয়ে কৃষকলীগ নেতা দুলুকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মেরুরচর এলাকা থেকে দুলুকে গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসেন দুলুকে বুধবার জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সালমান খানের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার দুই অভিযুক্ত
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩
মান বাঁচাতে গিয়ে ফেঁসে গেলেন রাজনৈতিক কর্মী
ধর্ষণ মামলা : আ.লীগ থেকে বড় মনিরকে অব্যাহতি
X
Fresh