• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘বৃষ্টির মতো ঝরছে কুয়াশা’

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৫ নভেম্বর ২০২১, ০৯:১১
‘বৃষ্টির মতো ঝরছে কুয়াশা’

উত্তরের জনপদ দিনাজপুরের হিলিতে শীত পড়তে শুরু করেছে। ঘন কুয়াশাতে ঢেকে আছে চারদিক। এ কারণে দিনের বেলাতেও সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হঠাৎ ঘন কুয়াশা এবং অতিরিক্ত শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাড়ছে শীতজনিত নানা রোগ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল থেকেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে হিলিসহ আশপাশের এলাকা। হালকা বৃষ্টির মতো কুয়াশা ঝরতে থাকে। সন্ধ্যার পর থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে চারদিক।

স্থানীয় শ্রমিক গোলাজার আহমেদ জানান, শীতের প্রকোপ অনেকটাই বেশি। গরিব মানুষ একদিন কাজ না করলে সংসার চালাতে কষ্ট হয়। কুয়াশার কারণে কাজে যেতে পারছি না।

বাসচালক মমিনুর রহমান জানান, ঘন কুয়াশার মধ্যে খুব কষ্টে ঢাকা থেকে হিলিতে আসলাম। ঘন কুয়াশার মধ্যে রাস্তাতে তেমন কিছু দেখায় যাচ্ছে না। অতিরিক্ত ঘন কুয়াশার কারণে গাড়ি ধীরগতিতে চালাতে হচ্ছে। কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। যার জন্য সময়ও বেশি লাগছে।

দিনাজপুর জেলার আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেছে। এ কারণে কুয়াশাও বেশি পড়ছে। আজকে সকাল ৬টায় দিনাজপুর অঞ্চলের তাপমাত্রা ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চার বিভাগে ঝড়-বৃষ্টির আভাস
বৃষ্টিপাতের রেকর্ড, যতদিন থাকবে জানাল আবহাওয়া অফিস
রাতেই যেসব জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা
টানা ৩ দিন যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
X
Fresh