• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সহপাঠীকে শ্লীলতাহানির প্রতিবাদে আহত ৫ : গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২১, ১৯:০৯

নেত্রকোনার কেন্দুয়ায় এসএসসি পরীক্ষা শেষে হল থেকে বের হয়ে জেএনসি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অটোরিকশায় ওঠার সময় এক পরীক্ষার্থীর স্কার্প ধরে টানটানির করতে দেখে সহপাঠীরা প্রতিবাদ করায় তাদেরকে বেধড়ক পিটিয়ে আহত করে কয়েকজন বখাটে।
মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলার আশুজিয়া ইউপির বানেটেক কলেজ পরীক্ষাকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত সজীব ও রাজন নামে দুই বখাটেকে মঙ্গলবার রাতেই আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ। এ ঘটনায় বুধবার দুপুরে আহত বায়োজিদ হোসাইন রানার বাবা আবদুল মজিদ বাদী হয়ে কেন্দুয়া থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় এজাহার নামীয় আসামিরা হলেন- আশুজিয়া ইউপির সিংহেরগাঁও গ্রামের স্বপন মিয়ার ছেলে সজিব (১৫) ও জুলহাস মিয়ার ছেলে রাজন (১৫) ও ভগবতীপুর রতন মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৫)। এই মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১৫-২০ জনকে।
মামলা দায়েরের পর আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে থানা পুলিশ।
এ ব্যাপারে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, মামলা দায়ের পর আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের ধরতে এলাকায় অভিযান চালানো হচ্ছে ।

টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গলায় জীবন্ত কৈ মাছ আটকে কৃষকের মৃত্যু
ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহত ১৪ : চালক-হেলপার আটক
মাছ ধরতে গিয়ে ৪২ জেলে আটক
মালয়েশিয়ায় ২৩ বাংলাদেশিসহ ২৬ জন আটক
X
Fresh