Mir cement
logo
  • ঢাকা সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২১, ১১:২১
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১২:৩৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে ‘ডেনিম’ নামের একটি পোশাক কারাখানার শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন।

বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে মহাসড়কের চান্দিনার বেলাশহর এলাকায় ওই অবরোধ চলছে।

জানা গেছে, বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মাহসড়ক সংলগ্ন ডেনিম পোশাক কারখানার শ্রমিকরা হাড়িখোলায় সড়ক আবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন এবং বিক্ষোভ শুরু করেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল চৌধুরী জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বুড়িচং উপজেলার নিমসার বাজার থেকে চান্দিনার কুটুম্বপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে আমাদের একাধিক টিম কাজ করছে। উত্তেজিত শ্রমিকদের অবরোধ তুলে নিতে বোঝানো হচ্ছে। আশা করি কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

জিএম

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS