• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু 

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২১, ১০:২০
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু 
ফাইল ছবি

ঘন কুয়াশার তীব্রতা কমে আসায় ফের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, বুধবার (২৪ নভেম্বর) ভোর ৬টার দিকে মাঝ পদ্মায় কুয়াশা বেড়ে যাওয়ার কারণে সাময়িক সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে ঘন কুয়াশার তীব্রতা কমে আসায় ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে প্রায় আড়াই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া এবং গোয়ালন্দ মোড়ে ৬ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় আটকে ছিল।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মো. মহিউদ্দীন রাসেল বলেন, বুধবার (২৪ নভেম্বর) সকালে প্রায় আড়াই ঘণ্টা পর আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এখন স্বাভাবিকভাবে যানবাহন পারাপার করা হচ্ছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
ঈদে দৌলতদিয়া-পটুরিয়া নৌরুটে চলবে ২০ লঞ্চ ও ১৫ ফেরি
৭ এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি শুরু
১৫ এপ্রিল নড়াইলে শুরু হবে ‘সুলতান মেলা’
X
Fresh