• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

তিন শিক্ষকের করোনা পজিটিভ, স্কুল বন্ধ ঘোষণা

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৪ নভেম্বর ২০২১, ০৯:২৫
তিন শিক্ষকের করোনা পজিটিভ, স্কুল বন্ধ ঘোষণা
ফাইল ছবি

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট সংলগ্ন রাজনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ নভেম্বর) থেকে আপাতত ৭ দিন বন্ধ ঘোষণা করা হয়।

আক্রান্ত শিক্ষকরা হলেন, সহকারী শিক্ষক শামীমা আক্তার, সহকারী শিক্ষক ইফফাত আরা ও সহকারী শিক্ষক মহব্বত আলী।

রাজনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ১৪ নভেম্বর স্কুলের শিক্ষিকা শামীমা আক্তারের করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে।

তিনি আরও বলেন, গত ১৬ তারিখে অন্য ৭ জন শিক্ষক করোনা টেস্ট করলে তাদের মধ্যে আরও দুজনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে স্কুলে আসা বন্ধ করে দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্কুল বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর আলী জানান, বিষয়টি শোনার পরপরই তারা আপাতত স্কুল বন্ধ ঘোষণা করেছেন। জেলা সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী বলেন, রাজনারায়নপুর স্কুলের ৩ শিক্ষক করোনা পজিটিভ হয়েছেন। বিষয়টি শুনেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
আন্দোলনের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
ইউক্রেনে নতুন অস্ত্র-সরঞ্জাম পাঠানোর ঘোষণা বাইডেনের
X
Fresh