• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ২১:১৭
আওয়ামী লীগ ও ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০
ফাইল ছবি

হবিগঞ্জের গজনাইপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের মনোনীত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া বাজারে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাবের আহমেদ চৌধুরীর সমর্থনে সাতাইহাল ফুটবল মাঠে এক নির্বাচনী সভা ছিল। কিন্তু সেখানে নির্বাচনী সভা করতে না পারায় বাড়ি ফেরার পথে সাবের আহমেদ চৌধুরী ও কর্মী-সমর্থকদের ওপর লাঠি নিয়ে অতর্কিত হামলা করা হয়। এ সময় ২০ জন আহত হন। পরে আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা ঘটনাস্থলে আছি।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
পাথরঘাটায় শূকরের কামড়ে নারীসহ আহত ৫
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
X
Fresh