• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নিম্নমানের খাবার তৈরির দায়ে ৪ হোটেলকে জরিমানা

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৭:৫৯
নিম্নমানের খাবার তৈরির দায়ে ৪ হোটেলকে জরিমানা
ছবি: আরটিভি নিউজ

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার তৈরির দায়ে ৪ হোটেল মালিককে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাবারের নিম্নমান, দাম বেশি এবং অপরিষ্কার ভাবে খাবার তৈরি করার কারণে সেফাত রেস্টুরেন্টের মালিককে আট হাজার, উজ্জালা রেস্টুরেন্টকে ছয় হাজার, সনি স্টারকে পাঁচ হাজার ও বাঙ্গালিয়া রেস্টুরেন্টকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও অন্যন্য হোটেল মালিকদেরকে সচেতন করা হয়েছে।

এ সময় সদর থানার এসআই দেলোয়ার হোসেনসহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লাখ টাকা জরিমানা
X
Fresh