• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের গণটিকাদান শুরু 

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৭:৩৩
চট্টগ্রামে পোশাক শ্রমিকদের গণটিকাদান শুরু 

চট্টগ্রামে পোশাক শিল্প শ্রমিকদের জন্য করোনাভাইরাসের গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে নাসিরাবাদ শিল্প এলাকায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আয়োজনে গণটিকাদান শুরু হয়।

চট্টগ্রামে পোশাক শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার জন্য করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা পাবেন। সব পোশাক শ্রমিক এই টিকা পাবেন বলে জানান চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক। পর্যায় ক্রমে সব শিল্প কারখানার শ্রমিকদের টিকা দেওয়া হবে। পোশাক শ্রমিকরা টিকা নেওয়ার পর আধাঘণ্টা বিশ্রাম নিয়ে আবার কাজে যোগ দিতে পারবেন বলেও জানান স্বাস্থ্য পরিচালক।

এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস, ইন্ডাস্ট্রিয়াল (পুলিশ-৩) পুলিশ সুপার মোহাম্মদ সুলাইমান, ডিআইজি (কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর) আব্দুল্লাহ আল সাকিব মুবাররাত, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম।

এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করোনায় আরও একজনের মৃত্যু
আরও ৩৫ জনের করোনা শনাক্ত
করোনায় প্রাণ গেলো আরও ১ জনের, শনাক্ত ৪৯
আরও ৪৬ জনের শারীরে করোনা
X
Fresh