• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা শিবিরে ড্রোন উড়িয়ে অভিযান

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৫:২৭
রোহিঙ্গা শিবিরে ড্রোন উড়িয়ে অভিযান
রোহিঙ্গা শিবিরে ড্রোন উড়িয়ে অভিযান

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা শিবিরে ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান চালায় ও অপরাধীদের আস্তানা শনাক্তের চেষ্টা করা হয়। এ সময় মো. তাহের (১৯) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়।

গত ২২ নভেম্বর বিকালে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং ২২নং শিবিরে পাহাড়ি এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। আটককৃত রোহিঙ্গা ওই শিবিরের ব্লক ডির মৃত জাফর আলমের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, টানা আড়াই ঘণ্টা উনচিপ্রাং ২২নং পাহাড়ি শিবিরে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজানের নেতৃত্বে এপিবিএনের কমান্ডো ও ২৫ জনের দুটি দল ড্রোনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ওই সময় ড্রোন উড়িয়ে অপরাধীদের সম্ভাব্য সব আস্তানা শনাক্ত করার চেষ্টা করা হয়।

বিভিন্ন ব্লকে পাহাড়ের ওপরে অবস্থিত সন্দেহজনক শেডগুলো তল্লাশিকালীন এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রোহিঙ্গা ডাকাত তাহেরকে আটক করতে সক্ষম হয়।

এ সময় দেশীয় তৈরি লোহার রড পাঁচটি, বিভিন্ন সাইজের রামদা আটটি ও কাঠের চোকা লাঠি চারটি উদ্ধার করা হয়।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
আকাশে তিনটি ড্রোন ধ্বংস করেছে ইরান
২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১৬
X
Fresh