• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে রেলওয়ে কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৪:৫১
টাঙ্গাইলে রেলওয়ে কর্মকর্তাকে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন 

টাঙ্গাইলে জয়দেবপুর রেলওয়ের প্রকৌশলের উপবিভাগের ‘৩ জেজে’-এর ভারপ্রাপ্ত মেট জুলফিকারকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগ ও শ্রমিক লীগের সব নেত্রীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ২৬ অক্টোবর সকালে জুলফিকার তার কর্মস্থলে থাকা অবস্থায় জিআরপি পুলিশের টাঙ্গাইলের ইনচার্জ এএসআই আবদুস সবুর সেখানে এসে ট্রেনে কাটা পড়ে মানুষ মারা গেছে বলে সাদা কাগজে স্বাক্ষর দিতে বলে। কিন্তু মানুষ মারা না যাওয়ায় তিনি স্বাক্ষর দিতে রাজি হননি। পরে ওই পুলিশ সদস্য তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে এ মানববন্ধন আয়োজন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুতসময়ের মধ্যে সঠিক বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

এমএন/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
X
Fresh