• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পেঁয়াজের কেজি ২০ টাকা

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১৪:১১
পেঁয়াজের কেজি ২০ টাকা
পেঁয়াজ

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আবারও তিন টাকা কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০ টাকা; যা গতকাল বিক্রি হয়েছে ২৩ টাকায়। আমদানি বেশি হওয়ায় কমেছে দাম, বলছেন ব্যবসায়ীরা।

হিলি বাজারের ব্যবসায়ীরা আরটিভি নিউজকে জানিয়েছেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি হওয়ায় দাম কমেছে। তবে দাম কমলেও ক্রেতা নেই বলছেন ব্যবসায়ীরা। গত এক সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা কমেছে পেঁয়াজের দাম।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ আরটিভি নিউজকে বলেন, সম্প্রতি ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বৃদ্ধি পেয়েছে। তবে দেশের বাজারে সেই তুলনায় চাহিদা কম রয়েছে। চাহিদা কম হওয়ায় দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। আগামীতে আরও কমতে পারে পেঁয়াজের দাম বলেও জানান তিনি।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহের তিন কর্মদিবসে ভারতীয় ৭১ ট্রাকে ২ হাজার ৩২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে শিক্ষক-কর্মচারী ইউনিয়নের বার্ষিক সভা অনুষ্ঠিত
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
আবাসিক হোটেল থেকে জাল নোটসহ আটক ২ 
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
X
Fresh