• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

তিন শিক্ষকের করোনা, স্কুল বন্ধ ঘোষণা

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১২:৫১
তিন শিক্ষকের করোনা, স্কুল বন্ধ ঘোষণা
ফাইল ছবি

পাবনার বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট-সংলগ্ন রাজনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষক করোনায় আক্রান্ত হওয়ায় বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

আক্রান্ত শিক্ষকরা হলেন, সহকারী শিক্ষক শামীমা আক্তার (৩২), সহকারী শিক্ষক ইফফাত আরা ও সহকারী শিক্ষক মহব্বত আলী।

রাজনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেহেনা খাতুন বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, গত ১৪ নভেম্বর স্কুলের শিক্ষিকা শামীমা আক্তার করোনা পরীক্ষা করলে তার শরীরে করোনা পজিটিভ ধরা পড়ে। ১৬ তারিখে অন্য সাতজন শিক্ষক করোনা টেস্ট করলে তাদের মধ্যে আরও দুই জনের শরীরে করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এ খবর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে ছেলেমেয়েরা স্কুলের আসা বন্ধ করে দেয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে স্কুল বন্ধ করা হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনসুর আলী আরটিভি নিউজকে জানিয়েছেন, বিষয়টি শোনার পরপরই তারা আপাতত স্কুল বন্ধ ঘোষণা করেছেন। পরবর্তী অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা সিভিল সার্জন ড. মনিসর চৌধুরী আরটিভি নিউজকে বলেন, রাজনারায়ণপুর স্কুলের তিন শিক্ষক করোনা পজিটিভি হয়েছেন। বিষয়টি শুনেছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বৃষ্টির জন্য পাবনায় ইসতিসকার নামাজ
অটোরিকশা-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ২
পাবনায় হিট স্ট্রোকে একজনের মৃত্যু
২৪ ঘণ্টায় ১৬ জনের করোনা শনাক্ত
X
Fresh