• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বন্ধ হলো জেকা বাজার

রাজবাড়ী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ১১:৩৯
বন্ধ হলো জেকা বাজার
ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজার

অবৈধ ই-কমার্স প্রতিষ্ঠান জেকা বাজারের সব কার্যক্রম ও প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় তাদের এই প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন হাজার হাজার বিনিয়োগকারীরা।

গতকাল সোমবার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারে জেকা বাজারের সিলগালা কার্যালয়ের সব ভেজাল পণ্য জব্দ করেন। পরে এসব পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জেকা বাজার নামের একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এমএলএম ব্যবসা করে আসছিল; যা সম্পূর্ণভাবে অবৈধ। এ ছাড়া তারা এমএলএম ব্যবসার আড়ালে ভুয়া প্রসাধনী বিক্রি করে আসছিল। ওইসব পণ্যে বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। তাই জেকা বাজারে সিলগালা করে এদের সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, জেকা বাজারের নামে কোনো ব্যবসা চালানো যাবে না। তাদের যেসব বৈধ মসলা, ফেব্রিক্স ও ইলেট্রনিক পণ্য আছে সেগুলোর মাধ্যমে ব্যবসা তারা করতে পারবে। পরবর্তীতে কোথাও যদি তারা আবার এমএলএম ব্যবসা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেকা বাজারের কয়েকজন পরিচালক গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে বলেন, তাদের বর্তমানে যে সম্পদ আছে তা পর্যালোচনা করে আস্তে আস্তে গ্রাহকদের টাকা ফেরত দেবেন।

এর আগে গত ২ নভেম্বর ভোক্তা অধিকার অভিযান চালিয়ে ই-কমার্স ব্যবসা পরিচালনার দায়ে জেকা বাজারকে সিলগালা ও ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওয়ালটনের আইনি নোটিশ
চাল আমদানির অনুমতি পেল আরও ৫০ প্রতিষ্ঠান
সব শিক্ষাপ্রতিষ্ঠানে মুজিবনগর দিবস উদযাপনের নির্দেশ
X
Fresh