• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মাকে নিয়ে নিহত কাউন্সিলরের বক্তব্য ভাইরাল (ভিডিও)

স্টাফ রিপোর্টার (কুমিল্লা), আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ০৯:৫৫
মাকে নিয়ে নিহত কাউন্সিলরের বক্তব্য ভাইরাল
সৈয়দ মো. সোহেল

কুমিল্লায় নিজ কার্যালয়ে হত্যার শিকার কাউন্সিলর সৈয়দ মো. সোহেল সুযোগ পেলেই গজলসহ বিভিন্ন ইসলামিক সংগীত পরিবেশন করতেন। মৃত্যুর পর ফেসবুকে ঘুরছে এসব গানের বেশ কিছু ভিডিও।

একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের মাইক্রোফোন হাতে কাউন্সিলর সোহেল ইসলামি সংগীত পরিবেশন করছেন।

একটিকে ভিডিওতে দেখা গেছে, মাকে নিয়ে তিনি অনেক কথাই বলছেন।

সে ভিডিওতে তিনি বলেন, মাকে বুঝতে দেওয়া যাবে না তার বয়স হয়েছে। আপনাকে যেভাবে লালন পালন করছেন সেভাবে আপনি আপনার মাকে লালন পালন করবেন। মাকে কখনও কষ্ট দেওয়া যাবে না। মা যদি কোনো ব্যাথা পায় তাহলে যতই ইবাদত করেন কিছুই হবে না। আমার মা এ পৃথিবীর সবচেয়ে বড় পীর, আউলিয়া। এ ছাড়া বাবার সঙ্গে কখনও বেয়াদবি করবে না।

নগরীর পাথুরীয়াপাড়ার বাসিন্দা আহসান হাবিব বলেন, কাউন্সিলর সোহেল নিয়মিত নামাজ আদায় করতেন।

আরেকটি ভিডিওতে দেখা যায়, চলতি বছর ৬ নভেম্বর নিজ এলাকায় একটি ওয়াজ মাহফিলের স্টেজে বসে ইসলামী সংগীত পরিবেশন করছেন কাউন্সিলর সোহেল। এরপর হাজারও শ্রোতাকে করতালি দিতেও দেখা গেছে।

কুমিল্লা সিটি মেয়র মো. মনিরুল হক সাক্কু সংবাদমাধ্যমকে বলেন, কাউন্সিলর সোহেল নিয়মিত নামাজ আদায় করতেন। পাশাপাশি সুযোগ পেলেই গজল গাইতেন। তার গানের গলা ছিল ভালো।

নিজ কার্যালয়ে সোমবার বিকেল ৪টার দিকে ওই কাউন্সিলরসহ গুলিবিদ্ধ হন অন্তত সাতজন।

এমআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
আগে ইকামত না দিলে কি নামাজ শুদ্ধ হবে?
গোসলের পর নতুন করে অজু করতে হবে কি?
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh