• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাড়ে ৬ হাজার বস্তা ইউরিয়া সারসহ ডুবে গেছে বাল্কহেড

ব‌রিশা‌ল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২১, ০৯:০২
সাড়ে ৬ হাজার বস্তা ইউরিয়া সারসহ বাল্কহেড ডুবি
ফাইল ছবি

ব‌রিশা‌লের সন্ধ্যা নদী‌তে সা‌ড়ে ৬ হাজার বস্তা সারসহ এক‌টি বাল্ক‌হেড ডু‌বে যাওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। বাল্ক‌হেড চালকসহ তিনজন শ্রমিক নদী সাঁতরে তীর উঠতে পারলেও বাল্ক‌হেড ও সার রক্ষা করা সম্ভব হয়নি।

গতকাল সোমবার (২২ নভেম্বর) দুপু‌রের দি‌কে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার খোদাবকস এলাকার সন্ধ্যা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ‌ফিকুল ইসলাম আরটিভি নিউজকে বলেন, দুপু‌রের দি‌কে আমরা নদীর পার থেকে দেখতে পাই সবুজ রং করা একটি বাল্ক‌হেড ধীরে ধীরে ডুবে যাচ্ছে। বিকেল ৪টার দিকে বাল্ক‌হেড‌টি পুরোপুরি ডুবে যায়।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন আরটিভি নিউজকে জানিয়েছেন, ৫০ কেজি ওজনের ৬ হাজার ৪০০ বস্তা সার ছিল বাল্ক‌হেড‌টি‌তে। যশোর জেলার নোয়াপাড়া অভয়নগর থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিল। পানিতে ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে সারগুলো নষ্ট হয়ে গেছে। আর বাল্ক‌হেড‌টিও পুরোপুরি নিমজ্জিত হয়ে গেছে নদীতে।

বানারীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মনির হোসেন বলেন, ডুবে যাওয়া বাল্ক‌হেডের অবস্থান শনাক্ত করে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা আরটিভি নিউজকে জানিয়েছেন, ধারণা করছি বাল্ক‌হেড‌টি‌তে সরকারি সার ছিল। ট্রলার মালিক বা শ্রমিকদের সঙ্গে কথা না হওয়ায় বিস্তারিত বলতে পারছি না।

এমআই/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নান্দাইলে নারী শ্রমিককে কুপিয়ে হত্যা
শিল্পপতির সংসার ছাড়তে গরিবের মেয়ের সংবাদ সম্মেলন
ময়মনসিংহে ছুরিকাঘাতে শ্রমিক খুন
ওমরাহ ভিসার অপব্যবহারের ব্যাপারে হুঁশিয়ার করল সৌদি
X
Fresh