• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

করোনার টিকা পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের মানুষ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ২৩:৩৩
করোনার টিকা পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের মানুষ
তৃতীয় লিঙ্গের মানুষ

চট্টগ্রামে প্রথমবারের মতো করোনা টিকা পেয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষরা। এই কার্যক্রমের আওতায় তাদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। অন্যান্যদের মতো করোনার টিকা পেয়ে খুশি তৃতীয় লিঙ্গের এসব মানুষ।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এই টিকা কার্যক্রমের উদ্বোধন করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এরপর থেকে সিভিল সার্জন কার্যালয়ে তৃতীয় লিঙ্গের মানুষদের টিকা দেওয়া হচ্ছে, যা এখনও চলমান।

এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার আরটিভি নিউজকে জানিয়েছেন, ৫০০ শতাধিক তৃতীয় লিঙ্গের মানুষকে টিকার আওতায় আনার কাজ চলমান। ‘গণজাগরণ হিজড়া শ্রমজীবী সমবায় সমিতি’ থেকে ৩৪০ জনের তালিকা দেওয়া হয়েছে। আজ তাদের টিকা দেওয়া হচ্ছে। এই তালিকার বাইরে অন্য কেউ আসলে তাদেরও টিকা দেওয়া হবে।

এদিকে টিকা নিতে পেরে খুশি সমাজের এসব অবহেলিত মানুষগুলো। এ জন্য তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তৃতীয় লিঙ্গের একজন সোহানা আরটিভি নিউজকে জানিয়েছেন, নিবন্ধন ছাড়াই বিশেষ ব্যবস্থায় আমাদের টিকার সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে এই সম্প্রদায়ের সবাইকে টিকার আওতায় আনার দাবি জানাচ্ছি।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
চট্টগ্রামে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
X
Fresh