• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ২৩:০৬
সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত
ফাইল ছবি

প্রশাসনের আশ্বাসে সিলেটে শ্রমিকদের ডাকা পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। এর আগে পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে ডাকা ধর্মঘটের কারণে, দিনভর বাস চলাচল বন্ধ থাকায়, বিপাকে পড়েন যাত্রীরা।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু সরকার।

তিনি বলেন, বিভাগীয় কমিশনারের দেওয়া আশ্বাসের ভিত্তিতে আমরা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এ সময়ের মধ্যে আমাদের দাবি মানা না হলে আবার ধর্মঘট ডাকা হবে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে পরিবহন শ্রমিক ফেডারেশন নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন সিলেটের নতুন বিভাগীয় কমিশনার খলিলুর রহমান। সভায় প্রশাসনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আবু সরকার বলেন, আমাদের পাঁচ দফা দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। আমরা তাদের ওপর বিশ্বাস রেখেই ধর্মঘট স্থগিত করেছি।

মেয়াদোত্তীর্ণ সেতুতে টোল আদায় বন্ধ, নগরের ভেতরে ছোট গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবি আদায়ে সোমবার সকাল থেকে সিলেট বিভাগে ধর্মঘট শুরু করে পরিবহন শ্রমিক ফেডারেশন। সকাল থেকেই বিভাগে বন্ধ ছিল বাস, ট্রাক, অটোরিকশাসহ বেশিরভাগ পরিবহন।

এমআই/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনমজুর ও পথচারীদের মাঝে ছাতা বিতরণ
সুষ্ঠু ভোট করতে প্রশাসনের উচ্চপদস্থদের সঙ্গে বসবে ইসি
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
সকাল ৯টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
X
Fresh