• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঢামেকে একসঙ্গে ৪ শিশুর জন্ম

আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ২২:২০
ঢামেকে একসঙ্গে ৪ শিশুর জন্ম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে চার শিশুর জন্ম দিয়েছেন সুমি আক্তার নামে এক মা। জন্ম নেওয়া শিশুদের মধ্যে ২টি ছেলে ও ২টি মেয়ে।

চিকিৎসক জানিয়েছেন, ওজন কম হওয়ায় শিশু ২টি শঙ্কামুক্ত নয়।সোমবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

শিশুদের বাবা কবির হোসেন বলেন, একসঙ্গে চার সন্তানের পিতা হয়েছি। তবে শিশুদের ওজন অনেক কম। চিকিৎসক জানিয়েছেন তাদের এনআইসিইউ লাগবে। কিন্তু ফাঁকা না থাকায় তাদেরকে নিয়ে বারান্দায় আছি।

তিনি আরও জানান, রোববার দিবাগত রাত ১টায় আমরা ঢাকা মেডিকেলে আসি। সোমবার সকালে ভর্তি হই। বিকেল ৩টায় আমার স্ত্রীকে অস্ত্রোপচার করা হয়।

ঢামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে বলেন, এখন পর্যন্ত মা ও চার নবজাতক ভাল আছে। তবে তাদের ওজন কম হওয়ায় শঙ্কামুক্ত নয়। আমরা তাদের খোঁজ খবর রাখছি। তারা এখন বারান্দায় আছে। আমরা চেষ্টা করছি এনআইসিইউর। যারা ডিউটিতে আছেন তাদেরকে এই নবজাতকদের দেখভালের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান পরিচালক।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে মদপানে স্কুলশিক্ষার্থীর মৃত্যু
প্রাইভেটকারের ধাক্কায় কারখানার কেয়ারটেকার নিহত
গাজীপুরে গ্যাসের আগুনে দগ্ধ কেউই শঙ্কামুক্ত নয় : স্বাস্থমন্ত্রী
নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা, আহত ৭
X
Fresh