• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বিয়ের পিঁড়ি থেকে ক্লাসরুমে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মে ২০১৭, ১১:০৯

মঙ্গলবার গায়ে হলুদ, বুধবার বিয়ে। বৃহস্পতিবার বৌভাত। এভাবেই ১৫ বছরের কিশোরী খাদিজা আক্তার সায়মার বিয়ের সব আয়োজন সম্পন্ন হয়।

উভয় পরিবারে আত্মীয় স্বজনদের দাওয়াতের কাজ শেষ। দুই পরিবারের লোকজনের প্রয়োজনীয় যাতায়াতও চলছে। এরকম সময়ে বিয়ের কার্ড পান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা রুপালী মন্ডল। তিনি হিসাব করে দেখলেন, ২০০২ সালের ২১ ফেব্রুয়ারি জন্ম খাদিজা আক্তার সায়মার বিয়ের দিন পর্যন্ত বয়স ১৫ বছর তিন মাস ৩ দিন।

তিনি খবর পাঠান উভয় পরিবারের অভিভাবকদের। মঙ্গলবার উভয়পক্ষের লোকজন এলে বাল্যবিয়ের কুফল ও আইনি বাধা সম্পর্কে তাদের বুঝানো হয়।

ইউএনও রূপালী মন্ডল বলেন, উভয়পক্ষ তখন তাদের ছেলে-মেয়েকে বিয়ে না দিতে সম্মত হন।

এ সময় তিনি কনের বাবার কাছ থেকে মুচলেকা নেন, বুধবার বিয়ের বদলে যেন সায়মাকে স্কুলে দেখতে পান।

বুধবার সায়মার বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও রূপালী মন্ডলের অনুরোধে সায়মার বাবা তাকে স্কুলে পাঠান। আর ইউএনও সেদিন সায়মার স্কুল নজরুল একাডেমিতে গিয়ে ক্লাস রুমে অভিনন্দন জানান।

ইউএনও রূপালী বলেন, পড়া লেখার সুযোগ পেয়ে সায়মা খুব খুশি। সে মেধাবী। ভবিষ্যতে ভাল ফল করতে চায় সায়মা। তার প্রতি শিক্ষকদের বিশেষ নজর রাখতে অনুরোধ করেছি।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh