• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

‘খালেদা জিয়ার কিছু হলে ১২ ঘণ্টায় সরকারের পতন হবে’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ১৬:২৩
‘খালেদা জিয়ার কিছু হলে ১২ ঘণ্টায় সরকারের পতন হবে’

রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দৃষ্টিকোণ থেকে বেগম খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার জন্য পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ।

আজ সোমবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে জেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।

এ সময় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি বলেন, সুচিকিৎসার অভাবে বেগম খালেদা জিয়ার কিছু হলে ১২ ঘণ্টার মধ্যে সরকারের পতন হবে। বিএনপির নেতাকর্মীরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য লড়াই করে যাবে। প্রতিটি নেতাকর্মীই মৃত্যুর জন্য প্রস্তুত রয়েছে।

শহরের ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের
যে কারণে ৬৪ নেতাকে বিএনপির শোকজ
লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির ৫ নেতা কারাগারে
বহিষ্কার করেও ভোটমুখী নেতাদের বাগে আনতে পারছে না বিএনপি
X
Fresh