Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ১৫:৫৯
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬:১৭
discover

সৌদিতে বাবার মৃত্যু, শোক নিয়ে পরীক্ষা দিল লিজা

সৌদিতে বাবার মৃত্যু, শোক নিয়ে পরীক্ষা দিল লিজা
শিক্ষার্থী আফরিন জাহান লিজা

সৌদি আরবে মারা গেছেন বাবা। সে শোক নিয়ে সকালে এসএসসি পরীক্ষা দিয়েছে ময়মনসিংহ গৌরীপুরের আফরিন জাহান লিজা।

সোমবার (২২ নভেম্বর) উপজেলার খৈরহাটী এনকে (নরেন্দ্র কান্ত) উচ্চবিদ্যালয় কেন্দ্রে জীববিজ্ঞান পরীক্ষায় অংশ নেন তিনি। এর আগে রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় ফুসফুস জনিত রোগে আক্রান্ত হয়ে সৌদি আরবের একটি হাসপাতালে মারা যান ওই ছাত্রীর বাবা আলাল উদ্দিন (৪০)।

আফরিন জাহান লিজা সহনাটী ইউনিয়নের দক্ষিণ পাড়া গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। তিনি এবার উপজেলার গিধাউষা হাসন আলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।

জানা গেছে, দীর্ঘ ৯ বছর মালয়েশিয়ায় কর্মরত ছিলেন আলাল উদ্দিন। প্রবাস জীবন শেষে দেশে এসে ছিলেন ৩ বছর। পরে তিনি আবার সৌদি আরব চলে যান। সেখানে নানা রোগে আক্রান্ত হন। সম্প্রতি ফুসফুসে পানি জমাসহ নানা কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে রোববার (২১ নভেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

সৌদি আরবে কর্মরত আলাল উদ্দিনের ভাগ্নে রুবেল মিয়া বলেন, তিনি অনেকদিন ধরেই ফুসফুসের ব্যথায় ভুগছিলেন। পরে ডাক্তার দেখানোর পর জানা যায় তার ফুসফুসে পানি জমেছে এবং খাদ্যনালীও শুকিয়ে গেছে। গুরুতর অবস্থার তাকে হাসপাতালে ভর্তি করি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জিএম/এসকে

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS