• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পরিবহন ধর্মঘটে দুর্ভোগে শিক্ষার্থীরা 

হবিগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ১২:০৯
পরিবহন ধর্মঘটে দুর্ভোগে শিক্ষার্থীরা 
ফাইল ছবি

সিলেটে পরিবহন ধর্মঘটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে হবিগঞ্জের শিক্ষার্থী ও যাত্রীদের।

সোমবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ডাকে এ ধর্মঘট শুরু হয়েছে।

হবিগঞ্জ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, সোমবার (২২ নভেম্বর) সকালে বাসগুলো সারিবদ্ধ করে রাখা হয়েছে। যাত্রীরা সিএনজি, মিনি ট্রাকসহ ছোটখাটো যানবাহনে যাতায়াত করছে। ফলে তাদের গুনতে হচ্ছে কয়েক গুণ বেশি ভাড়া। এ ধর্মঘটের কারণে স্কুল-কলেজ ও অফিসগামী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।

হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী বলেন, পাঁচ দফা দাবিতে বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। এতে বলা হয়, ২১ নভেম্বরের মধ্যে দাবি মানা না হলে বিভাগের সব শ্রমিক কর্মবিরতি পালনে বাধ্য হবে।

তিনি আরও বলেন, দাবি না মানায় এবং আল্টিমেটাম পার হওয়ায় এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এর আওতায় সিলেট বিভাগের সব ধরনের পরিবহন বন্ধ রয়েছে। এটা ধর্মঘট নয়, শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে, বেড়েছে মাদরাসায়
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
‌‘ইন্ডিয়া আউট যারা বলছে, তারাই জনগণ থেকে আউট হয়ে গেছে’
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
X
Fresh