• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নির্বাচনী প্রচারণায় বোমা হামলা, নৌকার প্রার্থী হাসপাতালে

সাতক্ষীরা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ১১:৩৮
নির্বাচনী প্রচারণায় বোমা হামলা, নৌকার প্রার্থী হাসপাতালে 
নৌকার প্রার্থী হাসপাতালে ভর্তি

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারীকে লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ উঠেছে। এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (২১ নভেম্বর) রাত ৯টার দিকে ওই ইউনিয়নের শ্মসানঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষ্ণনগর ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল বারী জানান, রোববার (২১ নভেম্বর) নেঙ্গী এলাকা থেকে নির্বাচনী পথসভা ও প্রচার-প্রচারণা শেষে ফেরার পথে কৃষ্ণনগর শ্মসানঘাট এলাকায় পৌঁছালে তিন-চারজন দুর্বৃত্ত আমাদের লক্ষ্য বোমা নিক্ষেপ করেন। এ সময় নৌকার প্রার্থী শ্যামলী রানী অধিকারী গুরুতর আহত হন। এ ছাড়াও বেশে কয়েকজন গুরুতর আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী সংস্কৃতির চিরন্তন পাঠটি সুখকর না
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, নেওয়া হচ্ছে হাসপাতালে
ইসলামিয়া চক্ষু হাসপাতালে চাকরির সুযোগ
তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জন হাসপাতালে
X
Fresh