• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বিয়েবাড়ি থেকে লাশ হয়ে ফিরলেন ৩ বরযাত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২২ নভেম্বর ২০২১, ০৮:৩৩
বিয়ে বাড়িতে এসে লাশ হয়ে ফিরলেন ৩ বরযাত্রী
ফাইল ছবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে আপন দুই ভাইসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডাবর-সীচনী এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের দায়িত্বরত পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার মোল্লারগাঁও গ্রামের কাজল চন্দের দুই ছেলে কনক চন্দ (৯) ও উজ্জল চন্দ (১২) এবং একই গ্রামের পুতুল দাসের ছেলে খোকন দাস।

জানা গেছে, রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় পাগলার আল-ফেরদৌস কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পার ভাতিজির বরযাত্রীতে বিয়ের ভোজন শেষে মাইক্রোবাস দিয়ে বাড়ি ফিরছিলেন তারা। পরে তাদের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি উল্টে সাতজন যাত্রী গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তাদীর বলেন, এ ঘটনায় তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তারা।

জিএম/টিআই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
জার্সি পরিবর্তনের দিনে তীরে এসে তরী ডুবলো বেঙ্গালুরুর, টানা সপ্তম হার
বিয়ে বাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
X
Fresh