• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফেসবুক নিয়ে ঝগড়া, স্ত্রীর লাশ দাফন করে স্বামীর আত্মহত্যা

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ২৩:৩০
ফেসবুক নিয়ে ঝগড়া, স্ত্রীর লাশ দাফন করে স্বামীর আত্মহত্যা
ফাইল ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় সমাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক চালানো নিয়ে ঝগড়ার জেরে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।

রোববার (২১ নভেম্বর) সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ সিদ্দিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মানপুর গ্রামের মানিক হোসেনের মেয়ে মারিয়া খাতুন (১৮) । তার স্বামী কল্যাণপুর গ্রামের রমজান আলী ব্যাপারীর ছেলে রাকিব (২৫)।

জানা গেছে, বছর খানেক আগে তাদের বিয়ে হয়। গত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) স্বামী-স্ত্রীর মধ্যে ফেসবুক নিয়ে ঝগড়া হয়। পরে রাতেই স্বামীর ওপর অভিমান করে বিষপান করেন মারিয়া। এ সময় স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। এদিকে শুক্রবার (১৯ নভেম্বর) সকালে ডাক্তার ছাড়পত্র দিলে বাড়ি নিয়ে আসা হয়। শনিবার (২০ নভেম্বর) দুপুরে ফের অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে মারিয়ার মৃত্যু হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ সিদ্দিকুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, স্ত্রীর শোক সইতে না পেরে একই দিন সন্ধ্যায় রাকিব বিষাক্ত গ্যাস ট্যাবলেট খান। এ সময় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, রাকিবের অবস্থার অবনতি হলে রাতেই পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২১ নভেম্বর) ভোরে রাকিবের মৃত্যু হয়। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস বিকৃত করে সফল হয়নি বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
সরকার সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে : রিজভী
ইফতার পার্টি করে মিথ্যাচার চালাচ্ছে বিএনপি : কাদের 
X
Fresh