বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ২৩:১১
সেতুর নিচ থেকে নারীর মরদেহ উদ্ধার

বরিশালে অজ্ঞাতনামা এক নারীর (২৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ২৪নং ওয়ার্ডের আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, রোববার (২১ নভেম্বর) ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এসে ২৩ বছর বয়সী এক নারীর মরদেহ সেতুর নিচ থেকে উদ্ধার করি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উনি সেতুর ওপর থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহের হাতে আমরা একটি স্বর্ণের আংটি ও ওড়নায় ৫০০ টাকা পেয়েছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
জিএম/এসকে
মন্তব্য করুন