• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কিস্তি আদায় করতে গিয়ে নারী এনজিও কর্মী নিখোঁজ

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ নভেম্বর ২০২১, ১৯:৫৭
কিস্তি আদায় করতে গিয়ে নারী এনজিও কর্মী নিখোঁজ
নিখোঁজ এনজিও কর্মী

টাঙ্গাইলের ভূঞাপুরে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছেন এক নারী এনজিও কর্মী।

রোববার (২১ নভেম্বর) বিকেলে ভূঞাপুর থানার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২০ নভেম্বর) ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামে কিস্তি আদায় করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ মিরা খাতুন (৩২) কালিহাতী উপজেলার সালেঙ্গা এলাকার বাসিন্দা। তিনি সোসাইটি ফর সোস্যাল সার্ভিস (এসএসএস) এর ভূঞাপুর উপজেলার ফলদা শাখার মাঠ সংগঠক।

এসএসএস ভূঞাপুরের ফলদা শাখার ব্যবস্থাপক বন্যা আক্তার জানান, মাঠ সংগঠক মিরা আক্তার শনিবার (২০ নভেম্বর) সকালে কিস্তি আদায় করতে অফিস থেকে মাইজবাড়ির উদ্দেশ্যে বের হন। পরে আর ফিরে আসেননি। এ ঘটনায় ভূঞাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এনজিও কর্মী মিরা আক্তার নিখোঁজের ঘটনায় শনিবার (২০ নভেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন এনজিও কর্তৃপক্ষ। আমরা দ্রুত তাকে খুঁজে বের করার চেষ্টা করছি। সকল জায়গায় মেসেজ পাঠানো হয়েছে।

জিএম/এসকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহিত সাগর পাড়ি দিতে গিয়ে নৌকা ডুবে ৩৩ প্রাণহানি
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
X
Fresh